অভিবাসন প্রত্যাবাসন কর্মসুচির মাধ্যমে মালয়েশিয়া থেকে দেশে ফিরতে ৩১ হাজারেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন। দেশটির অভিবাসন বিভাগ বলছে, মালয়েশিয়ায় বসবাসরত অবৈধ অভিবাসীদের সেচ্ছায় নিজ দেশে ফিরাতে চলতি বছরের ১ মার্চ থেকে প্রত্যাবাসন কর্মসূচি চালু করা হয়। এ কর্মসূচিতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশসহ বিভিন্ন দেশের ২ লাখের বেশি প্রবাসী। বিদেশিদের নিজ দেশে ফেরত পাঠানোর লক্ষ্যে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় এরইমধ্যে ৩১ হাজার ৪১ জন বাংলাদেশি তাদের নাম নিবন্ধন করেছেন।
১১ ডিসেম্বর দেশটির হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, গত ১ মার্চ থেকে চলতি মাসের ৮ ডিসেম্বর পর্যন্ত চলমান এই কর্মসূচিতে ১১০টি দেশের মোট ২ লাখ ৬ হাজার ৬০০ জন অবৈধ অভিবাসী তাদের নাম নিবন্ধন করেছেন।
১১ ডিসেম্বর এ তথ্য নিশ্চিত করে এক সংবাদ সম্মেলনে অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, এই কর্মসূচিতে সবচেয়ে বেশি নাম নিবন্ধন করেছেন ইন্দোনেশিয়ার ৯৮ হাজার ২৫৯ জন, বাংলাদেশের ৩১ হাজার ৪১ জন, ভারতের ২৮ হাজার ১৫২ জন, পাকিস্তানের ১৪ হাজার ৮৯ জন এবং মিয়ানমারের ১৩ হাজার ৩৬৬ জন।
এই সংখ্যার মধ্যে ১ লাখ ৪৬ হাজার ৭৪২ জন পুরুষ, ৪৮ হাজার ৬৩৯ জন নারী, ৫ হাজার ৮৫২ জন ছেলে এবং ৫ হাজার ৩৭৭ জন মেয়ে রয়েছে বলে জানান তিনি।
এছাড়া এই কর্মসূচির মাধ্যমে ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজার ৩৪৩ জন অবৈধ অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এই কর্মসূচির আওতায় যারা দেশে ফিরছেন তাদের বেশিরভাগই বেকার কিংবা প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। আবার সম্প্রতি ওয়ার্ক পারমিট ভিসায় এসে কাজ না পেয়ে প্রতারণার শিকার হয়েও অনেকে ফিরে গেছেন দেশে।
প্রত্যাবাসন কর্মসূচি চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। কর্মসূচির নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীদের ৩০০ থেকে ৫০০ রিঙ্গিত পর্যন্ত জরিমানা পরিশোধ করে দেশে না ফিরলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে আগেই সতর্ক করছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।