দেশহাইলাইটস

আগামী ফেব্রুয়ারিতে দেশে ফিরতে পারেন  তারেক রহমান

তারেক রহমান
তারেক রহমান

তারেক রহমান আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি  মাসে দেশে ফিরতে পারেন বলে বিএনপিতে থেকে জানা যাচ্ছে। দলটির অভ্যন্তরে খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার তারিখ এখনো সুনির্দিষ্ট হয়নি। তারেক রহমান কখন দেশে ফিরতে পারেন এ ব্যাপারে লন্ডন সফররত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরলে অনেকটা স্পষ্ট হতে পারে বলেও অনেকে মনে করছেন।

বিএনপির মহাসচিবের আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে।তবে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে তার আইনজীবীরা বলছেন সাজা হওয়া চারটি মামলাসহ ৩৯টির মতো মামলা আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, তারেক রহমানের বিরুদ্ধে দেশব্যাপী ৮০-৮২টির মতো মামলা করা হয়। ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এবং পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এসব মামলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে তারেক রহমানের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সব মিলিয়ে ৮০ থেকে ৮২টি মামলা করা হয়েছিল। ৫টি মামলায় তার দণ্ড হয়েছে। এর মধ্যে একটিতে খালাস পেয়েছেন। বাকি চারটি আদালতে বিচারাধীন আছে, এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন তারেক রহমান দেশের প্রচলিত আইন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল এবং সংবিধানের প্রতি পূর্ণ আস্থাশীল। তার বিরুদ্ধে দায়েরকৃত প্রত্যেকটি মামলা ভিত্তিহীন। তারপরও তিনি আদালতের মাধ্যমে মামলাগুলোর নিষ্পত্তি চান।

এমন আরো সংবাদ

Back to top button