বিদেশহাইলাইটস

সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী: মোহাম্মদ আল বশির

সিরিয়ার অন্তর্বর্তীকালীন আল জাজিরা টেলিভিশনের সাথে এক সাক্ষাতকারে সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ আল বশির বলেছেন  প্রায় ১৪ বছরের গৃহযুদ্ধের পর দেশের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা জরুরি প্রয়োজন। গতকাল এক সাক্ষাতকার আল জাজিরা টেলিভিশন সরাসরি সম্প্রচার করে।

দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার দুই দিন পর প্রধানমন্ত্রী পদে নিয়োগ লাভের পর আল জাজিরা টেলিভিশনকে দেয়া তার প্রথম সাক্ষাতকারে মোহাম্মদ আল বশির বলেছেন জনগণের এখন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা দরকার।

এদিকে রাশিয়ার বার্তা সংস্থাথেকে জানা গেছে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার পরিবার মস্কোতে পৌঁছেছেন। মানবিক বিচেনায় আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া।

এদিকে ইসরাইলের বিরুদ্ধে সিরিয়ার ভূ-খন্ড দখলের অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তারা অভিযোগ করছে, ইসরাইল সিরিয়ার সার্বভৌমত্বকে লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন অমান্য করেছে।

সৌদি আরব ইসরাইলের এই ভূমি দখলের ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘনের উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গোলান মালভূমি আরব ভূখন্ডের অংশ এবং ইসরাইলের এই ধরনের কার্যকলাপ সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুরুদ্ধারের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

এমন আরো সংবাদ

Back to top button