দেশহাইলাইটস

ভ্যাট দেওয়ার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টার

 ড. সালেহউদ্দিন আহমেদকর ও ভ্যাট প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন ১৯৯১ সালে দেশে ভ্যাট চালু হয় এবং এটি সারা বিশ্বে চালু রয়েছে। আমি মনে করি প্রতিটি নাগরিকের সঠিকভাবে কর দেওয়া উচিত। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ ২০২৪ উপলক্ষে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এসব কথা বলেছেন। এবারের ভ্যাট দিবসের স্লোগান ভ্যাট দিব জনে জনে, অংশ নিব উন্নয়নে।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার ও এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনবিআর সদস্য ড. মো. আব্দুর রউফ এবং ভ্যাটের বিভিন্ন দিক নিয়ে পাওয়ার-পয়েন্ট প্রেজেন্টেশন করেন এনবিআর সদস্য মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী।

অর্থ উপদেষ্টা বলেছেন কর ও ভ্যাট প্রদানের মাধ্যমে করদাতারা সরকারের কাছ থেকে বিভিন্ন সামাজিক সেবা এবং সামাজিক সুবিধার মতো অন্যান্য পরোক্ষ সুবিধা পাবেন, যদিও কিছু ক্ষেত্রে তা তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না। উত্তর ইউরোপীয় এবং স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলির নাগরিকদের বিভিন্ন উন্নত পরিষেবা পেতে তুলনামূলকভাবে উচ্চ কর প্রদানের কথা উল্লেখ করে ড. সালেহউদ্দিন বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরো সচেতন হতে হবে এবং পরিষেবাগুলি আরো উন্নত করতে হবে।

এমন আরো সংবাদ

Back to top button