দেশহাইলাইটস

বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশের মেঘ পরিষ্কার করতে চায় ভারত : রিজওয়ানা হাসান

সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে তা পরিষ্কার করতে ভারত আগ্রহী।

ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মির্শির প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে  বৈঠক শেষে যমুনার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজওয়ানা হাসান বলেন বৈঠকে ভারতীয় সচিব উল্লেখ করেন যে বাংলাদেশ-ভারত সম্পর্কের আকাশে যে মেঘ তৈরি হয়েছে তা দুর করতে হবে।

বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় গণমাধ্যমের একাংশের অপপ্রচারের বিষয়ে তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিব দাবি করেছেন যে ভারত সরকার এই অপপ্রচারের জন্য দায়ী নয় এবং অপপ্রচারও চালাচ্ছে না। ভারতীয় পক্ষ দাবি করেছে যে তাদের সরকার প্রচারের মালিক নয়।বিক্রম মিশ্রি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসার সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেয়া হবে।

এমন আরো সংবাদ

Back to top button