বিদেশ
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশ ছেড়েছেন
![বাশার আল আসাদ](https://www.valosangbad.com/wp-content/uploads/2024/12/valosangbad-3-1.jpg)
প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিদ্রোহীদের ভয়াবহ আক্রমণে বিস্তীর্ণ অঞ্চল হারানোর পর দেশ ছেড়েছেন। এক প্রতিবেদনে জানা যায়।
অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, সেনা নিরাপত্তা বাহিনী এই স্থান ত্যাগ করার আগেই আসাদ দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সিরিয়া ত্যাগ করেন।তবে এএফপি তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটির সত্যতা নিশ্চিত করতে পারেনি এখনো।