নওগাঁয় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। উত্তরের জেলা নওগাঁয় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শনিবার (৭ ডিসেম্বর) সকাল ৯টায় জেলায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এটি আজকের দিনের সারাদেশের সর্বনিম্ন তাপমাত্রা বলে নিশ্চিত করেছেন কেন্দ্রটির উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক। তিনি বলেন, গত এক সপ্তাহ যাবৎ রাত হলেই জেলায় তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। সর্বশেষ আজ সকালে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময়ে ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ২ কিলোমিটার। সকালে সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশার কারণে খুব একটা তীব্রতা নেই। আগামীতে তাপমাত্রা আরো কমবে।
এদিকে শীতকে উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হতে দেখা গেছে শ্রমজীবী নিম্ন আয়ের মানুষদের। তাদের অনেকেই গরম কাপড়ের অভাবে ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। শীত বাড়ার সঙ্গে দেখা দিচ্ছে কাজের সংকট। এতে বিপাকে পড়ছেন তারা। শহরের কাজীর মোড়ে ব্যাটারিচালিত রিকশাচালক ময়েজ উদ্দিনের সঙ্গে কথা হলে তিনি জানান, আজ ভোরবেলা বাড়ি থেকে বের হওয়ার সময় ঘন কুয়াশায় চারিদিক ঢাকা ছিল। কনকনে ঠাণ্ডা বাতাসে রিকশা নিয়ে সামনে এগিয়ে যাওয়া ছিল কষ্টসাধ্য। এরপরেও জীবিকার তাগিদে ভোর হলেই প্রতিদিন তিনি বের হন। গত কয়েকদিন যাবৎ ঠাণ্ডাজনিত রোগে ভুগছেন তিনি।