দেশহাইলাইটস

পোশাক শিল্পের  সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আহ্বান: শেখ বশিরউদ্দীন

শেখ বশিরউদ্দীন
শেখ বশিরউদ্দীন

দেশের তৈরি পোশাক শিল্পে সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।গতকাল রাজধানীর ফার্মগেইটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার এর সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক সেমিনারে এ আহ্বান জানান তিনি।

শেখ বশিরউদ্দীন বলেছেন দেশের তৈরি পোশাক শিল্পে নৈরাজ্য চলছে, এ কথা ঠিক আছে। তবে আমার অনুরোধ থাকবে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। তাহলে এই সমস্যা সমাধান করা কঠিন কোন কাজ হবে না। দেশের তৈরি পোশাক শিল্পে কোন কোন শিল্প প্রতিষ্ঠানে বেতনের সমস্যা রয়েছে, এ কথা অস্বীকার করা যাবে না। তবে এ খাতের সকল প্রতিষ্ঠানকে জেনারালাইজড করা ঠিক হবে না।

শেখ বশিরউদ্দীন সোলার পাওয়ার ব্যবহারের আহ্বান জানান এবং বলেছেন বস্ত্রখাতে উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। এ খাতের খরচ কমাতে সোলার পাওয়ার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি (বিইউএফটি)’র উপ-উপাচার্য অধ্যাপক ড. আইয়ুব নবী খান।

এতে স্বাগত বক্তব্য রাখেন বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহিদুল ইসলাম এবং বিকেএমইএ সভাপতি মো. হাতেম। তারা বস্ত্রখাতে পাঁচ অথবা দশ বছরের একটি নীতিমাল তৈরি করার প্রতি গুরুত্বারোপ করেন।

সেমিনারে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, আরিফুর রহমান খান, তসলিমা কানিজ নাহিদা, বিটিএমসি’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. জিয়াউল হক, বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল প্রমুখ।

এমন আরো সংবাদ

Back to top button