দেশ

প্রাক্তন নটরডেমিয়ানদের গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময়

নটরডেমিয়ানদের গ্লোবাল ভার্চুয়াল তারুণ্যের জয়গানে নতুনের আহবানে স্লোগানে গ্লোবাল ভার্চুয়াল মতবিনিময় করেছে প্রাক্তন নটরডেমিয়ানরা।স্থানীয় সময় (৩০ নভেম্বর) সকালে এই ভার্চুয়াল মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা। এতে বিশে^র বিভিন্ন দেশে থাকা প্রাক্তন নটরডেমিয়ানরা অংশ নেন।

অনুষ্ঠানের সূচনা করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকার কোষাধ্যক্ষ ইফতেখার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন প্রাক্তন প্রেসিডেন্ট ড. ইবরুল চৌধুরী। সঞ্চালনা করেন বর্তমান সভাপতি ম্যারিল্যাণ্ডের জন্স হপকিন্স মেডিসিন এর চিকিৎসক-গবেষক ডা: মোহাম্মাদ নাকিবউদ্দীন।

অনুষ্ঠানে শিষ দিয়ে দেশাত্ববোধক গান পরিবেশন করেন বাংলাদেশের প্রাক্তন কর কমিশনার বজলুল কবির ভূইয়া, স্বরচিত কবিতা আবৃত্তি করেন ইঞ্জিনিয়ার আহসান হাবিব। স্বাধীনতা যুদ্ধের সময়ের ঘটনা নিয়ে নির্মিত ডকুমেন্টারি ব্লকেট এর নির্মাতা ইউসুফ চৌধুরী বক্তব্য রাখেন ও অভিভাসীদের নিয়ে নির্মানাধীন ডকুমেন্টারীর খন্ডচিত্র প্রদর্শন করেন। স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষক অধ্যাপক সুশান্ত সরকার।

২ ঘন্টার বেশি সময় ধরে চলা অনুষ্ঠানের টেকনিক্যাল কমিটির দায়িত্বপালন করেন বর্তমান কমিটির সদস্য কামরুল হাসান এবং আনোয়ার আজিম।সবাইকে ধন্যবাদ দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করেন বাংলাদেশ নটরডেম অ্যালামনাই উত্তর আমেরিকা’র সাধারণ সম্পাদক মাহমুদ চৌধুরী।

এমন আরো সংবাদ

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker