দেশহাইলাইটস

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ

বাংলাদেশ-পাকিস্তান
বাংলাদেশ-পাকিস্তান

পাকিস্তান থেকে ২৫ হাজার টন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে এই চিনি।আজ পাকিস্তানের এক সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন।

কয়েক দশক পর ভ্রাতৃপ্রতিম দেশ পাকিস্তানের কাছ থেকে চিনি কিনেছে বাংলাদেশ। এর আগে ভারতের কাছ থেকে চিনি কিনতো বাংলাদেশ।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে এই বছর কমবেশি ৬ লাখ টন চিনি রফতানির চুক্তি করেছে। এর মধ্যে ৭০ হাজার টন চিনি পাকিস্তান থেকে পাঠানো হবে মধ্য এশিয়ার দেশগুলোতে।চিনি রফতানি থেকে পাকিস্তান ৪০০-৫০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করবে। মূলত পাকিস্তানের চিনি শিল্প দক্ষিণ এশিয়ার এই দেশটির জন্য একটি প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী শিল্প হয়ে উঠেছে।

চলতি বছর পাকিস্তানের ৮০ টিরও বেশি চিনিকল গত সোমবার থেকে চিনি উৎপাদন শুরু করেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম বলছে দেশের রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের যৌথ প্রচেষ্টায় দেশের চিনি শিল্পও সফলভাবে বিপুল পরিমাণ চিনি রফতানি করে চলেছে।

এমন আরো সংবাদ

Back to top button