আগামী জুনের মধ্যে দেশের বাজারে ছাড়া হবে টাকার নতুন ডিজাইনের নোট। এসব নোটে ছাত্র-জনতার আন্দোলনের জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে। পাশাপাশি থাকবে দেশের ইতিহাস ঐতিহ্য ও ঐতিহাসিক স্থাপনা। এসব চিত্র দিয়ে নতুন নোটের ডিজাইন করা হচ্ছে। নতুন নোটের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না।নোটের নতুন ডিজাইনের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
যে চার ধরনের নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। সেগুলো হচ্ছে ২০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার নোট। একে একে অন্য সব টাকার নোটের ডিজাইনে পরিবর্তন আনা হবে। বাজারে যেসব নোট আনা হবে তার সবগুলোতেই জুলাই বিপ্লবের গ্রাফিতি থাকবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন নতুন টাকা ছাপানোর বিষয়টি অনেক দূর এগিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন নোট বাজারে আনা সম্ভব হবে। আওয়ামী লীগ নেতারা পালিয়ে যাওয়ার সময় ব্যাংক থেকে নগদ টাকা তুলে নিয়ে গেছেন। এতে ব্যাংকে নগদ নোটের সংকট দেখা দেয়। যা এখনো চলমান রয়েছে। এ কারণে বাজারে নোটের প্রবাহ বাড়াতে সরকার নতুন নোট ছাপানোর সিদ্ধান্ত নেয়।