দেশ

বাংলাদেশে নেটওয়ার্ক পেশাজীবীদের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে

হুয়াওয়ে
হুয়াওয়ে

বেইজ ট্রান্সসিভার স্টেশনে কর্মরত নেটওয়ার্ক পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকায় একটি ট্রেনিং সেন্টার স্থাপন করেছে হুয়াওয়ে। এই উদ্যোগ দেশের বিটিএস ইঞ্জিনিয়ার ও কর্মীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তাদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার মান নিশ্চিত করার জন্য হুয়াওয়ের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

ট্রেনিং সেন্টারটিতে মূলত দুইটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হবে। প্রথমত, হুয়াওয়ের গ্রাহক, সাব- কনট্রাক্টর ও চ্যানেল পার্টনারদেরকে এখানে বিটিএসের সরঞ্জাম স্থাপন ও কমিশনিং-এর উপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। দ্বিতীয়ত, এখানে বিটিএস পেশাজীবীদের কাজের পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তার উপর গুরুত্ব দেওয়া হবে।

এরই ধারাবাহিকতায়, সম্প্রতি সাব-কন্ট্রাক্টরদের ইএইচএস নিশ্চিত করতে একটি প্রশিক্ষণের আয়োজন করেছে হুয়াওয়ে। এই প্রশিক্ষণে সকল পরিস্থিতিতে ইএইচএস স্ট্যান্ডার্ড বজায় রাখতে যেসব পদক্ষেপ নেয়া জরুরী তার উপর আলোকপাত করেছে হুয়াওয়ে।

হুয়াওয়ে সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও হুয়াওয়ে বাংলাদেশের সিইও প্যান জুনফেং বলেন আমাদের সহযোগী বিটিএস প্রফেশনালদের সর্বাধুনিক টেলিকমিউনিকেশন প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করতে আমরা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। টেলিকমিউনিকেশন কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইএইচএস মান বজায় রাখতে হুয়াওয়ে বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে।

বাংলাদেশে ২৫ বছরেরও বেশি সময় ধরে হুয়াওয়ে থ্রিজি, ফোরজি এবং ফাইভজি প্রযুক্তির মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে সহযোগিতা করে আসছে। প্রতিষ্ঠানটি হুয়াওয়ে ক্লাউড সলিউশন, ডিজিটাল পাওয়ার সলিউশন ও মোবাইল আর্থিক পরিষেবা প্ল্যাটফর্ম প্রদান করছে এবং দেশের প্রায় প্রতিটি খাতে আইসিটি অন্তর্ভুক্তিকে ত্বরান্বিত করেছে। এছাড়া কর্পোরেট সামাজিক দায়িত্ব পালনে, বিশেষ করে প্রতিভা বিকাশে হুয়াওয়ে অত্যন্ত আন্তরিকতার সাথে ভূমিকা পালন করে আসছে।

এমন আরো সংবাদ

Back to top button