যাতায়াতে উচ্চগতিসম্পন্ন হারামাইন হাইস্পিড রেলপথ এখন চালু আছে । যার গতি ঘন্টায় ৩০০ কিলোমিটার । পথটিতে যেতে সময় লাগে দুই থেকে আড়াই ঘন্টা । এ ট্রেনের গতিকে আরো বাড়ানোর প্রকল্প নিয়ে নতুন করে কাজ শুরু করেছে সৌদি সরকার । এ প্রকল্পের ট্রেনের গতি থাকবে প্রায় ঘন্টায় ৪০০-৪৫০ কিলোমিটার। যা প্বাস্তবায়ন হলে পবিত্র নগরী মক্কা থেকে মদিনায় যেতে সময় লাগবে মাত্র এক ঘণ্টা। সেই ট্রেনের গল্প গল্প চিত্র আজ।
হারামাইন হাইস্পিড রেলপথ: সৌদি আরবের একটি অভিনব প্রকল্প হারামাইন হাইস্পিড রেলপথ সৌদি আরবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবহন প্রকল্প। এই রেলপথটি মূলত ইসলামের দুটি পবিত্র শহর, মক্কা ও মদিনাকে সংযুক্ত করেছে। এর পাশাপাশি জেদ্দা ও কিং আব্দুল্লাহ ইকোনমিক সিটিকেও এই রেলপথের আওতায় আনা হয়েছে। কেন এই রেলপথটি এত গুরুত্বপূর্ণ? হজ ও ওমরাহ যাত্রীদের সুবিধা: প্রতি বছর লক্ষ লক্ষ হজ ও ওমরাহ যাত্রী মক্কা ও মদিনা যাতায়াত করেন। এই রেলপথ তাদের যাতায়াতকে আরও সহজ ও দ্রুত করেছে।
অর্থনৈতিক উন্নয়ন: এই রেলপথ সৌদি আরবের পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পর্যটন: এই রেলপথ পর্যটন খাতকে উৎসাহিত করছে। বিদেশি পর্যটকরা সহজেই মক্কা, মদিনা ও জেদ্দা ভ্রমণ করতে পারছেন।
প্রযুক্তিগত উন্নয়ন: এই প্রকল্পটি সৌদি আরবে আধুনিক রেল প্রযুক্তির উন্নয়নে সহায়তা করেছে।
হারামাইন হাইস্পিড রেলপথের বিশেষ বৈশিষ্ট্য
দ্রুত গতি: এই রেলপথে ট্রেনগুলি ঘণ্টায় ৩০০ কিলোমিটার বেগে চলতে পারে।
আধুনিক সুযোগ-সুবিধা: ট্রেনগুলিতে আধুনিক সুযোগ-সুবিধা যেমন এয়ার কন্ডিশন, ওয়াইফাই, প্লাগ পয়েন্ট ইত্যাদি রয়েছে।
সুরক্ষা ব্যবস্থা: এই রেলপথে উচ্চমানের সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরিবেশবান্ধব: এই রেলপথ পরিবেশবান্ধব। মোটকথা হারামাইন হাইস্পিড রেলপথ সৌদি আরবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্প। এই রেলপথ সৌদি আরবের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।