প্রযুক্তি
অডির ৪ রিং লোগো নেই নতুন গাড়িতে
৪ রিংয়ের লোগোতে পরিবর্তন এনেছে বিশ্বের জনপ্রিয় গাড়ি নির্মাতা কোম্পানি অডি। প্রতিষ্ঠানটি চীনে তাদের আইকনিক লোগো পরিবর্তন করেছে। জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি সাংহাইতে নতুন গাড়ি প্রদর্শনীতে নতুন গাড়ি ই কনসেপ্ট ইলেক্ট্রিক স্পোর্টব্যাকে তাদের আইকনিক লোগো রাখেনি। গাড়িটির সামনে শুধুমাত্র অডি লেখা আছে।
এ ধরেনের পরিবর্তন কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মাঝে আলোচনা সৃষ্টি করেছে। এক ব্যবহারকারী জানান সবাই অডির লোগো জানে,এটা মেনে নেওয়ার মতো না।তবে এক সূত্রে জানা গেছে বিশ্বজুড়ে অল্প বয়স্ক গ্রাহকদের আকৃষ্ট করার জন্য চীনা অটোমেকার সাইকের সঙ্গে একটি প্রকল্পের অংশ হিসাবে অডি এই লোগো পরিবর্তন করেছে।