দেশহাইলাইটস

ভারত পায়ে পড়ে ঝামেলা করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না

 ড. এম সাখাওয়াত হোসেন
ড. এম সাখাওয়াত হোসেন

ভারত বন্ধুত্বসুলভ আচরণ খারাপ করছে, পায়ে পড়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ আর  ভারতমুখি হবে না বলেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। ভারত যা করছে, কোনো কারণ নেই এসব করার। আমাদের দেশে অন্য ধর্মালম্বী যারা আছেন তারা আমাদের নাগরিক। আমরা তাদের ভালো মন্দ দেখছি। ভারতের গণমাধ্যম যা করছে, দয়া করে এসব করবেন না। আমরা দুই-দেশ বন্ধুত্ব নিয়ে থাকতে চাই।

আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।তিনি আরো বলেছেন আধুনিক লঞ্চ টার্মিনাল কাজ নিয়ে আগে যারা  অনিয়ম চুরি করেছে এবং যা চুরি হয়েছে , সেগুলো এখন আর জাল দিয়ে ধরে আনা যাবে না। এখন যাতে আর চুরি না হয় সেটাই আমাদের দেখার বিষয়।

এমন আরো সংবাদ

Back to top button