মালয়েশিয়ায় ৭ সহস্রাধিক বাংলাদেশিকে গ্রেফতার করেছে অভিবাসন বিভাগ। হারিয়ান মেট্রোর প্রতিবেদনে বলা হয় চলতি বছরের জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্পটে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৭,৮২২ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ৪১,২৩৪ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে সর্বোচ্ছ ইন্দোনেশিয়ার ১২,৫৮৮ জন ছাড়াও রয়েছে ৭,১১২জন মায়ানমারের নাগরিক। চলমান অভিযানে অবৈধ অভিবাসীদের গ্রেফতারের পাশাপাশি ১,৬০৭ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করে তাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে আইনানোগ ব্যবস্থা।
২ ডিসেম্বর ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ডঃ শামসুল আনুয়ার নাসারাহ এক বিবৃতিতে বলেছেন ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/১৯৬৩, পাসপোর্ট অ্যাক্ট ১৯৬৬ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী, ১ জানুয়ারী থেকে ১৪ নভেম্বর পর্যন্ত, অভিবাসন বিভাগ ১৭,৮২৫ টি এনফোর্সমেন্ট অপারেশন চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী আরোও বলেন, দেশে জনসাধারণের অভিযোগ সহ চিহ্নিত হটস্পট অবস্থানগুলিতে প্রয়োগের উপর জোর দেওয়া হয়।
তিনি বলেন, কেডিএন অন্যান্য সংস্থা যেমন রয়্যাল মালয়েশিয়ান পুলিশ ,রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস,স্থানীয় কর্তৃপক্ষ পিবিটি”র সমন্বয়ে অবৈধ অভিবাসী রোধে কৌশলগত সহযোগিতা অব্যাহত রাখবে এবং অবৈধ অভিবাসীকে রক্ষাকারী দল যারা অভিবাসন আইনের অধীনে আইন লঙ্ঘন করে তাদের সনাক্ত ও গ্রেফতার করতে সময়ে সময়ে অভিযান পরিচালনা করা হবে
মন্ত্রী বলেন, আমরা আরও অনেক পদক্ষেপ নিয়েছি, কিন্তু আমরা আইন ও জাতীয় নিরাপত্তার স্বার্থে অপরাধীদের সঙ্গে আপনয়, বরং এটা রক্ষা করা আমাদের অধিকার।