বিদেশ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত হলো ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ড ২০২৪

মালয়েশিয়াপ্রবাসীদের সম্মানে প্রথমবারের মত অনুষ্ঠিত হলো মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের নিয়ে ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ডস ২০২৪। গতকাল (৩০ নভেম্বর) শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭:৩০ টায়, কুয়ালালামপুরের জি টাওয়ারের বলরুমে অনুষ্ঠিত হয় ফার্স্ট এচিভার্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি। ভয়েস এশিয়ান আয়োজিত উক্ত অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন প্রেসিডেন্ট, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

এ ছাড়া অনুষ্টানে উপস্থিত ছিলেন,মিজান গ্রান্ড ইন্টারট্রেডার্স এসডিএন বিএইচডির পরিচালক দাতো মোহা: মিজান এবং  ম্যানেজিং ডিরেক্টর, সারাহ সেভেন এর পরিচালক মোহাম্মাদ সাহাব উদ্দিন সহ  মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন কলেজ ও ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর, ইঞ্জিনিয়ার, গবেষক, এলিট প্রবাসী, ব্যবসায়ী ও সাংবাদিক।

মালয়েশিয়াযে সকল মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশী নিজ নিজ অঙ্গনে একেকজন সফলকাম উজ্জ্বল নক্ষত্র তাদের হাতেই তুলে দেয়া হয় ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স এওয়ার্ডস এর সম্মাননা ক্রেস্ট।

আয়োজন সম্পর্কে জানতে চাইলে ভয়েস এশিয়ানের এডিটর এন্ড সিইও এবং বাংলাদেশ টেলিভিশনের আইসিটি প্রোগ্রাম প্ল্যানার সাংবাদিক ইঞ্জিঃ মোশাররফ জুয়েল বলেন, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাঙ্গালী প্রত্যেকেই সেই দেশে আমাদের একেকজন এম্বাসেডর। তাদের সম্মান জানাতে আয়োজন করা হয়েছে এই মালয়েশিয়া এচিভার্স এওয়ার্ডস। আমি মনে করি প্রবাসের মাটিতে তাদের সম্মান জানানোর অর্থই হচ্ছে আমাদের দেশের লাল-সবুজের পতাকাকে সম্মান জানানো। মালয়েশিয়ার মাটিতে এই রকম একটি আয়োজন করতে পেরে আমরা গর্বিত বোধ করছি।

ফার্স্ট মালয়েশিয়া এচিভার্স এওয়ার্ডস ২০২৪ এ যাদেরকে সম্মানিত করা হয়েছে, উইমেন এন্টারপ্রেনার অব দি ইয়ার ক্যাটাগরিতে রুবিস বিউটি হেয়ার এন্ড সেলুনের স্বত্বাধিকারী রুবি আঞ্জুম। এগ্রিকালচার ক্যাটাগরিতে, হাফসা এগ্রো সাপ্লাই এসডিএন বিএইচডি’র আব্দুল হালিম। বেষ্ট ল্যাপটপ আউটলেট ক্যাটাগরিতে, এসজি আইটি ওয়ার্ল্ড মালয়েশিয়া এসডিএন বিএইচডি’র মোঃ সানি। এডুকেশন ক্যাটাগরিতে, ওয়াই এন স্টাডি সলিউশন মালয়েশিয়া’র দাতু মোঃ ইয়াসিন টুটুল।গার্মেন্টস ক্যাটাগরিতে, শার্ক কায়া এন্টারপ্রাইজ’র মোঃ শরীফ আহমেদ। রেস্টুরেন্ট ক্যাটাগরিতে, পুরান পিঠা ঘরের মোঃ শরীফুল ইসলাম। সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যাটাগরিতে, জেবিডি ইঞ্জিনিয়ারিং এসডিএন বিএইচডি’র মোঃ জাহাঙ্গীর। বেষ্ট ডিস্ট্রিবিউশন কোম্পানি ক্যাটাগরিতে জেটিজি এন্টারপ্রাইজ এসডিএন বিএইচডি’র মোঃ রাসেল এবং উইমেন ইন্সপাইরেশন ক্যাটাগরিতে মিস জান্নাত অনন্যা।

হাতে সম্মাননা নেওয়া প্রোলেক্স ইলেকট্রনিক লিমিটেডের জুয়েল রানা বলেন, আপনি কিভাবে পেলেন এই সম্মাননা? উত্তরে তিনি বলেন, স্বার্থ ছাড়া খুঁজে খুঁজে কাউকে সম্মাননা জানানো এখনকার বাজারে খুবই বিরল। ডেকে নিয়ে আমাকে সম্মাননা জানালো মানেই আমার দেশ এবং আমার কাজকে সম্মান জানানো। আমার ভালো লাগছে।

এছাড়াও জার্নালিজম ক্যাটাগরিতে যেসকল সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয় তাদের মধ্যে, দৈনিক মানব জমিনের মালয়েশিয়া প্রতিনিধি আরিফুল ইসলাম, এন টিভির মালয়েশিয়া প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, ডিবিসির মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলীকে।

তাছাড়া ডেভেলপমেন্ট জার্নালিজম ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয় যমুনা টিভি, যুগান্তর এবং জাগো নিউজের মালয়েশিয়া প্রতিনিধি, আহমাদুল কবিরকে।

 

এমন আরো সংবাদ

Back to top button