বিদেশ

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী সমস্যার সমাধানে রয়্যাল কমিশন চান সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন

মালয়েশিয়ামালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা তান শ্রী মহিউদ্দিন ইয়াসিন সরকারকে অবৈধ বিদেশি শ্রমিকদের ক্রমবর্ধমান প্রবাহ মোকাবিলায় রয়্যাল কমিশন অফ ইনকোয়ারি গঠনের আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো বিদেশি শ্রমিকদের জন্য একটি সুনির্দিষ্ট নীতি প্রণয়ন করা এবং তাদের প্রবেশের বিষয়টি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা।

মালয়েশিয়াঅবৈধ অভিবাসনের এই দীর্ঘমেয়াদী সমস্যাটি দ্রুত সমাধান করা উচিত। তা না হলে এটি জাতীয় নিরাপত্তা ও পরিচয়কে হুমকির মুখে ফেলবে বলে মন্তব্য করেন মুহিউদ্দিন।

গতকাল  (৩০ নভেম্বর)  দলের বার্ষিক সাধারণ সম্মেলনে দেওয়া এক ভাষণে এই মন্তব্য করেন। সম্মেলনে দলের শীর্ষ নেতৃবৃন্দ এবং পাসের সহ-সভাপতি দাতুক সেরি ড. আহমদ শামসুরি মোকতার এবং মহাসচিব দাতুক সেরি তাকিয়ুদ্দিন হাসান উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button