রাজনীতি
চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামী দলের নেতারা
প্রথমবার জামায়াতসহ কোন ইসলামি দলের নেতারা চীনের ক্ষমতাসীন দলের আমন্ত্রেণে যাচ্ছেন। জামায়াতে ইসলামী নেতাসহ আরো চারটি ইসলামি দলের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। দেশটির ক্ষমতাসীন দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার তারা সে দেশে যাচ্ছেন। চীনের জিনজিয়াং প্রদেশসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন করবেন ও তাঁরা।
এ সফরে যাচ্ছেন এটি এম মাছুম, রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের ,মোয়াজ্জেম হোসেন হেলাল, মতিউর রহমান আকন্দ, আমির নুরুল ইসলাম বুলবুল , আমির মোহাম্মদ সেলিমউদ্দিন, জাহিদুল ইসলাম, আমির মাওলানা আবু জাফর কাসেমী প্রমুখ।