দেশহাইলাইটস

আগামী তিন দিনের মধ্যে ঢাকাসহ চার বিভাগে বৃষ্টির আভাস

বৃষ্টি
বৃষ্টি

চার বিভাগে আগামী তিন দিনের মধ্যে দেশের বৃষ্টি/বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্য জেলায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আজ (২৬ নভেম্বর) আবহাওয়াবিদ মনোয়ার হোসেনের বলেন নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা হতে পারে ২৮ নভেম্বর। আপাতত এই কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অফিস আরো জানা যায়, আগামী একদিনের মধ্যে সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।মাঝরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোন কোন জায়গায় মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং দেশে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button