প্রযুক্তি

জেন জি দের পছন্দ ইনফিনিক্স হট ৫০ সিরিজ

ইনফিনিক্স হট ৫০
ইনফিনিক্স হট ৫০

সম্প্রতি বাজারে আসা ইনফিনিক্স হট ৫০ সিরিজ জেন জি দের মন জয় করতে স্টাইল, সৃজনশীলতা এবং বিনোদনের উপর জোর দিচ্ছে। ইনফিনিক্স হট ৫০ সিরিজ এই প্রজন্মের পছন্দের সাথে তাল মিলিয়ে এমন সব স্মার্টফোন ডিজাইন করেছে যাতে তারা ফ্যাশন ও প্রোডাক্টিভিটির সঠিক কম্বিনেশন খুঁজে পায়।

সিরিজের ফ্ল্যাগশিপ মডেল ইনফিনিক্স হট ৫০ প্রো প্লাস বোল্ড ডিজাইন ও হাই পারফরম্যান্সের একটি দারুণ কম্বিনেশন। এর ফেদারলাইট উইং ডিজাইন এবং বিশ্বের সবচেয়ে পাতলা থ্রিডি কার্ভড স্ক্রিন এটিকে শুধুমাত্র একটি ফোনের চেয়েও বেশি একটি উচ্চমানের ফ্যাশন অনুষঙ্গে পরিণত করেছে। ড্রিমি পার্পল, টাইটানিয়াম গ্রে এবং স্লিক ব্ল্যাক এর মতো আকর্ষণীয় রঙে বাজারে আসা এই ডিভাইসটি ক্যাজুয়াল, স্পোর্টি বা এলিগ্যান্ট, যে কোন লুককেই পরিপূর্ণ করে তোলে।

ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং হট ৫০ প্রো প্লাস স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচারসহ এআইচালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে।

এআই ভয়েস ক্যাপচার ব্যবহারকারীদের কণ্ঠস্বর দিয়ে টাচ ছাড়াই ছবি তোলার সুবিধা দেয়, যা তাৎক্ষণিক মুহূর্তগুলো সহজে ধরে রাখতে সহায়তা করে।

হট ৫০ প্রো প্লাস এর দাম ২৩,৯৯৯ টাকা, অন্যদিকে হট ৫০ আই, হট ৫০ এবং হট ৫০ প্রো বাজারে যথাক্রমে ১৩,৯৯৯ টাকা, ১৬,৯৯৯ টাকা এবং ১৮,৯৯৯ টাকা দামে পাওয়া যাচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button