প্রায় দু’শ বাংলাদেশী আছেন মধ্য এশিয়ার দেশটিতে । রাজধানী বাকু এবং তার আশেপাশে তাদের বসতি । এরমধ্যে ১৭ জন আজারবাইজানী মেয়ে বিয়ে করে ঘর সংসার করছেন । সেসব পরিবারে সন্তান আছে । তারা বাংলায় কথা বলছে । এসব পরিবারের কয়েকজনের সাথে কথা হয়। তাঁদেরই একজন হাবিবুর রহমানকে নিয়ে আজকের গল্প । তার কেনো এতো প্রশংসা করে স্ত্রী ???