ঢাকা সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান প্রসিকিউটর করিম খান। আগামী ২৫ থেকে ২৮ নভেম্বর তিনি ঢাকা সফর করবেন।
সফরকালে এই সময়ে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং রোহিঙ্গা ক্যাম্পও পরিদর্শন করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান জানান আইসিসির অফিস অব দ্যা প্রসিকিউটরের প্রস্তাবিত উইটনেম প্রোটেকশন প্রটোকল চূড়ান্তকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ব্যাপারে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মতামত নেয়া হয়েছে।