দেশহাইলাইটস

নতুন সিইসি ও চার নির্বাচন কমিশনার শপথ নিবেন রবিবার

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশনার আগামীকাল রবিবার শপথ নেবেন। দুপুর বেলা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করাবেন। গতকাল সুপ্রিম কোর্টের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।

২১ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনারের সমন্বয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। অবসরপ্রাপ্ত সচিব এ এম এম নাসির উদ্দীনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। নব নিযুক্ত নির্বাচন কমিশনাররা হচ্ছেন;সাবেক অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এমন আরো সংবাদ

Back to top button