এন্টারটেইনমেন্ট
আবারো বড় পর্দায় আসছেন আফরান নিশো
নতুন সিনেমা শুটিং এ আফরান নিশো। প্রথম সিনেমা সড়ঙ্গ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় এ অভিনেতার। এতে তার নায়িকা ছিলেন তমা মির্জা। নিশোর প্রথম সিনেমাটি ব্যাপক আলোচিত ও ব্যবসা সফল হয়। কিন্তু তারপরেও ১.৫ বছর ধরে নতুন সিনেমা নেই তার, একই সাথে নেই কোন ওটিটি প্লাটফর্মের সিরিজও । এই নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। অবশেষে সব জল্পনা কল্পনা শেষ করে আসতে যাচ্ছে তাঁর ২য় সিনেমা “দাগী”।সিনেমাটির শুটিং শুরু হয়েছে ইতোমধ্যেই এবং সাথে রয়েছেন দুই নায়িকা তমা মির্জা ও সুনেরাহ বিনতে কামাল। সিনেমার পরিচালনা করছেন শিহাব শাহীন।
সিনেমাটি সম্পর্কে এখনো নিশ্চিত খবর জানা যায় নি। তবে এটুকু জানা গেছে আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার লক্ষ্য রয়েছে পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানের।