দেশহাইলাইটস

সশস্ত্র বাহিনী দিবসে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী
সশস্ত্র বাহিনী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সকল বীর শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণের বেদিতে আজ সকাল ৮টায় পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  সকল শহিদদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করেন।

এ সময় উপস্থিত সকল নৌ,সেনা ও বিমান বাহিনীর দল প্রধান উপদেষ্টাকে সালাম জানান। এসময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।

মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের এই দিনে নৌ, সেনা ও বিমান বাহিনীর সমন্বয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয় যার মাধ্যমে হানাদার বাহিনীদের ওপর সর্বাত্মক হামলা চালায়।

১৯৭১ এর স্বাধীনতার অর্জনের পর থেকে এই ঐতিহাসিক দিনটিকে প্রতিবছর সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button