দেশহাইলাইটস

পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম

আইজিপি
আইজিপি

পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সদ্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাহারুল আলম। আজ তিনি দায়িত্ব গ্রহণ করেন। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের বিশেষ শাখার প্রধানসহ সদর দপ্তরে দায়িত্বও  পালন করেছেন বাহারুল আলম। ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন।

দুই দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

এমন আরো সংবাদ

Back to top button