দেশ

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব শিশু দিবস উদযাপিত

ব্র্যাক
ব্র্যাক

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিশ্ব শিশু দিবস উদযাপিত হয়েছে। এ বছর বিশ্ব শিশু দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ভবিষ্যতের কথা শুনুন।  এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন আনন্দ আয়োজনের ব্যবস্থা  রেখেছিল বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট, ব্র্যাক ইন্সটিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা  টিম। দিনব্যাপী এ আয়োজনে শিশু ও তাদের অভিভাবকরা একসঙ্গে সৃজনশীলতা, শিক্ষা, এবং পারিবারিক বন্ধনকে উপভোগ করেছেন।

দিনব্যাপী এই আয়োজন শিশুমনের বিকাশ এবং পরিবারিক বন্ধন আরো মজবুত করতে ব্র্যাক ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরেছে। অনুষ্ঠানটি শুরু হয় শিশুদেরকে বিভিন্ন খেলনা উপহার দেওয়ার মাধ্যমে। হাতে তৈরি খেলনাগুলো তৈরি করেছে ব্র্যাক আইইডি। এসব খেলনা শিশুদের কৌতূহল ও সৃজনশীলতাকে উজ্জীবিত করেছে। অনুষ্ঠানে অভিভাবকরা এমএইচপিএসএস বিশেষজ্ঞদের পরিচালিত একটি সেশনে অংশ নেন, যেখানে সন্তানদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিয়ে মূল্যবান পরামর্শ প্রদান করা হয়।

বিশ্ব শিশু দিবসের এই আয়োজনে অভিভাবক এবং তাদের সন্তানেরা একসঙ্গে হাতে তৈরি খেলনা তৈরি করেন, যা শিশুদের দলগতভাবে কাজ করার দক্ষতা বাড়িয়েছে ও তাদের বন্ধনকে আরো দৃঢ় করেছে। এরপর একটি গল্প বলার সেশন অনুষ্ঠিত হয়। এই সেশনে শিশুরা এক কল্পনার জগতে প্রবেশ করে। অনুষ্ঠানে শিশুরা গান ও নাচে মেতে ওঠে। এই পর্বটি পুরো অনুষ্ঠানকে আরো আকর্ষণীয় করে তোলে।

এমন আরো সংবাদ

Back to top button