টিসিবির নতুন স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য যাচাই করে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে। পূর্বে দেশে ১ কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করেছিল টিসিবি। এর মধ্যে এখন পর্যন্ত ৫৭ লাখ কার্ড হালনাগাদ করা হয়েছে, তবে ৪৩ লাখ কার্ড এখনও স্থানীয় প্রশাসন যাচাই করতে পারেনি বলে জানিয়েছেন টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির।
হুমায়ুন কবির বলেন আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে ঢাকায় পাঁচটি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং রাজধানীর বাইরে চারটি পণ্য বিক্রি করবে । রমজানে পণ্যের কোনো সংকট হবে না বলে আশ্বস্ত করেন তিনি।
পণ্য ক্রয়ে দরপত্র চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন আগামী বছরের জানুয়ারি থেকে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। নতুন ডিলার নিবন্ধন বিষয়ে তিনি জানান গণমাধ্যম এবং টিসিবি ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে।