দেশহাইলাইটস

লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ উন্মুক্ত করা দরকার: উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

উপদেষ্টা ডা. বিধান রঞ্জন
উপদেষ্টা ডা. বিধান রঞ্জন

প্রাথমিক ও গণশিক্ষা  উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ সুনামগঞ্জে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ, ছাত্রাবাস ঘুরে দেখেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। স্কুল প্রাঙ্গণে এসে তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন এবং স্মৃতিচারণ করেন। উপদেষ্টা এ বিদ্যালয় থেকে ১৯৭৯ সালে এসএসসি পাস করেন।

ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন আমার শৈশবের একটি বড় সময় এ স্কুলে কেটেছে। শৈশবের স্মৃতি স্বর্গের মতো। এ স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। এখান থেকে এসএসসি পাস করেছি। অনেক পরিবর্তন হয়েছে। কাঠের ব্লকগুলো ঐতিহ্যবাহী।

সেসময় সবধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হতো। দেয়ালিকা ও ম্যাগাজিন বের হতো। সেই দেয়ালিকার লেখা দেয়ার মাধ্যমে লেখার প্রতি উদ্বুদ্ধ হয়েছি।

উপদেষ্টা আরো বলেন লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ উন্মুক্ত করা এবং চর্চা অব্যাহত রাখা দরকার।

এমন আরো সংবাদ

Back to top button