দেশ

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় সিলভার পেল রবি

রবি
রবি

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় টেলিযোগাযোগ ক্যাটাগরিতে সিলভার অ্যওয়ার্ড পেয়েছে রবি আজিয়াটা পিএলসি।ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ কর্তৃক আয়োজিত এই সম্মানজনক প্রতিযোগিতায় ব্যবসায় ধারাবাহিক সাফল্যের পাশাপাশি কর্পোরেট গভর্নেন্স চর্চায় নিরলস প্রচেষ্টার স্বীকৃতি স্বরূপ আবারও এ পুরস্কার অর্জন করল অপারেটরটি। গত ১৪ নভেম্বর ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ রবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এম. রিয়াজ রশীদের হাতে পুরস্কারের ট্রফিটি তুলে দেন। এ সময় মঞ্চে রবির ফাইন্যান্স বিভাগের সিনিয়র ডিরেক্টর সঞ্জীব কুমার ঘোষ এবং স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস বিভাগের জেনারেল ম্যানেজার নিয়াজ মোহাম্মদ সিদ্দিকী ও উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন, অভ্যন্তরীণ রাজস্ব বিভাগের সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান এফসিএমএ। আইসিএমএবি’র প্রেসিডেন্ট, মাহতাব উদ্দিন আহমেদ এফসিএমএ, সেক্রেটারি, এস এম জহির উদ্দিন হায়দার এফসিএমএ, এবং চেয়ারম্যান, কর্পোরেট অ্যাওয়ার্ড কমিটি, আরিফ খান এফসিএমএ ও এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবির ইনভেস্টর রিলেশনসর ম্যানেজার আই এ আর মুবাশ্বিরুল হক ঈশান এবং রবির এন্টারপ্রাইজ-ভিত্তিক সাবসিডিয়ারি অ্যাকজেনটেক‘র পারফরম্যান্স ম্যানেজমেন্ট অ্যান্ড রিপোর্টিং’র সিনিয়র জেনারেল ম্যানেজার আবু সাঈদ মোহাম্মদ হোসেন মনোয়ার।

এমন আরো সংবাদ

Back to top button