ধর্মীয়

১৩ হাজার কারাবন্দি পবিত্র কোরআন হাফেজ হলেন  

কোরআন
কোরআন

আফ্রিকার দেশ মরক্কোর কারাগারে ভিন্ন নজির ফুটে উঠলো । ২০২৪ সালে এখন পর্যন্ত মরক্কোর ১৩ হাজার ৪৬৪ জন কারাবন্দি পবিত্র কোরআন মুখস্থ করেছেন। যেখানে কারাগারে আসামিদের ইসলামি শিক্ষার আওতায় আনা হয় এবং পবিত্র কোরআনের হেফজ করানো হয়। কারাগার প্রশাসনের জেনারেল বোর্ড জানিয়েছে এই সাফল্য কারা কর্তৃপক্ষের গৃহীত পদক্ষেপের ফলাফল।

১২ নভেম্বর মরক্কোর অনলাইন নিউজ পোর্টাল হেসপ্রেসের এক ইনফোগ্রাফে দেশটির প্রশাসনের প্রতিবেদনের বরাতে এই তথ্য প্রকাশ করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button