এন্টারটেইনমেন্ট
আল্লু অর্জুনের পারিশ্রমিক এবার ৩০০ কোটি রুপি
আল্লু অর্জুনের পুষ্পা দ্য রাইজ সিনেমাটি ২০২১ সালে ব্লকবাস্টার হয়েছিল।আর এখন ভক্তরা সিনেমার দ্বিতীয় কিস্তির অপেক্ষায় যেন বসে আছেন। শোনা যাচ্ছে,এ বছরের জুলাই থেকে দ্বিতীয় কিস্তির শুট শুরু হয়েছে।
বলিউডভিত্তিক গণমাধ্যম গুলো প্রতিবেদনে দাবি করছেন ৫০০ কোটি বাজেটের নির্মিত এই পুষ্পা ২এর জন্য সুপারস্টার আল্লু অর্জুন পারিশ্রমিক হাঁকিয়েছেন ৩০০ কোটি রুপি। যা তার আগের সকল সিনেমার পারিশ্রমিকের চেয়ে বেশি ।
প্রতিবেদন গুলোতে আরো বলা হচ্ছে দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অভিনয়ের জন্য পারিশ্রমিক নিয়েছেন ১০ কোটি রুপি এবং বর্তমান সময়ের খুবই জনপ্রিয় অভিনেতা ফাহাদ ফাসিল নিচ্ছেন ৮ কোটি রুপি। আর পরিচালক সুকুমার নিচ্ছেন ১৫ কোটি রুপি। সঙ্গীত পরিচালনার জন্য দেবী শ্রী প্রসাদকে পারিশ্রমিক নিচ্ছেন ৫ কোটি রুপি।