খেলাধুলা
ফুটবলই বাংলাদেশের জনপ্রিয় খেলা তামিম
মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল গতকাল। এই ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনায় হাজির হয়েছিলেন তামিম ইকবাল। নিজেদের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচে গতকাল বাংলাদেশ মালদ্বীপকে হারিয়েছে ২-১ গোলে। তামিম এবার প্রথম বারের মতো এসেছিলেন বাংলাদেশের ফুটবল ম্যাচ দেখতে।
তামিম মাঠ ছেড়ে যাওয়ার আগে সংবাদ মাধ্যমকে বলেন আমি এই প্রথম বাংলাদেশ ফুটবল দলের কোনো ম্যাচ মাঠে বসে দেখলাম। মাঠে বসে বাংলাদেশ দলের খেলা দেখতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। কিংস অ্যারেনার পরিবেশ ও সুযোগ-সুবিধা দুর্দান্ত।
তিনি আরো জানান কোনো সন্দেহ নেই, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। ক্রিকেটও জনপ্রিয়, তবে ফুটবলই এগিয়ে। ফুটবল খেলা দেখতে সবাইকে সপরিবারে এসে ফুটবল ম্যাচ দেখার অনুরোধ রইলো।