জলবায়ু পরিবর্তন
বাংলাদেশের জুলাই বিপ্লব উদাহারণ বিশ্ব জলবায়ু সম্মেলনে
বাংলাদেশে ছাত্র ও তরুণদের জুলাই বিপ্লব উদাহারণ হয়েছে বাকুতে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলনে। ছাত্রদের ৫ আগষ্টের অভুতপূর্ব এ গণজাগরণকে জলবায়ু যুদ্ধে কাজে লাগানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। শনিবার সম্মেলনের ওয়াটার ফর ক্লাইমেট প্যাভিলিয়নে ’ ইয়্যুথ ফর ওয়াটার জাষ্টিস’ বিশ্ব আলোচনায় জোরের সাথে বাংলাদেশের জুলাই বিপ্লবের উদাহারণ টানেন বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা। তারা বলেন, কেউ এমননি এমনি সব কিছু দিয়ে দেবে না অধিকার আদায় করে নিতে হয়। রাজনৈতিক আন্দোলন সংগ্রামে যা সম্ভব হয়নি তা সোচ্চার গণ অভ্যুত্থানে বাংলাদেশের শিক্ষার্থীরা করে দেখিয়েছে।
এই যে, বিশ্বব্যপী জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকবিলায় পদক্ষেপ নিতে সবাই চেচিয়ে যাচ্ছে কিন্ত উন্নত দেশগুলো তাতে সাড়া দিচ্ছে না। তহবিল ছাড় করছে না তাও একধরনের স্বৈরশাসন। এর অবসান ঘটাতে বিশ্বজুড়ে তদরুণদের একজোট হওয়ার কথা বলেন তারা।
এদিকে অগাষ্টে ফেনীসহ বাংলাদেশের ৫ জেলায় হঠাৎ ভয়াবহ বন্যা মোকাবিলায় তরুণদের উদ্যোগ ও সফলতারও প্রশংসা করা হয় এ আলোচনায়। বাংলাদেশের প্রকৃতি ও পরিবেশ গবেষক ও জলবায়ু বিশারদরা তাও ব্যাখাও করেন সাংবাদিকদের।