নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে সাক্ষাৎ করেছেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ঐতিহ্যের অংশ হিসেবে সাক্ষাৎ করেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই দলের দুই নেতা। এই সময় দুই নেতা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
ডোনাল্ড ট্রাম্প ৫ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয় লাভের পর প্রথমবারের মতো বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন।
বাইডেনের সঙ্গে দেখা করতে আসেন ট্রাম্প। নব নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের ট্রাম্প ফোর্স ওয়ান বিমানে চড়ে জয়েন্ট বেস এন্ড বিমান ঘাঁটিতে অবতরণ করেন।
বাইডেন এবারের নির্বাচনে ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী মাঠে নেমে ছিলেন। কিন্তু নির্বাচনী বিতর্কে কারণে সরে দাঁড়ান তিনি। যার ফলে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন দেওয়া হয়।