কৃষি
স্বস্তিতে ক্রেতারা কমেছে কাঁচামরিচের দাম
খুচরা বাজারে আজ কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। এর ফলে ক্রেতারা স্বস্তিতে ফিরেছেন। এক মাস আগেই কাঁচামরিচের বাজার অস্থিতিশীল ছিলো। তখন প্রতি কেজি কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়ে সাড়ে ৪০০ টাকা পর্যন্ত উঠেছিল। এখন কাঁচামরিচের বাজার স্থিতিশীল হয়েছে।
মৌসুমের মরিচ বাজারে আসতে শুরু করেছে আবাদ হচ্ছে রবি মৌসুমের কাঁচামরিচ। তাই আগামীতে দাম আরো কমবে বলে আশা করা হচ্ছে।
আজ কাঁচামরিচের পাইকারী বাজার মূল্য ৯০ থেকে ১০০ টাকা কেজি, খুচরা বাজার মূল্য ১০০ থেকে ১২০ টাকা কেজি। গত বছর এই সময়ে বাজার মূল্য প্রায় একই পর্যায়ে ছিলো।