প্রযুক্তি
এআই রিপ্লাইজ নতুন ফিচার নিয়ে আসছে গুগল পিক্সেল
গুগল পিক্সেল ফোন নতুন এক ফিচার নিয়ে আসছে। যার নাম এআই রিপ্লাইজ। এই ফিচারের নাম দেওয়া হয়েছে এআই রিপ্লাই। ফিচারটি মূলত মেসেজিং অ্যাপ্লিকেশনে দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার জন্য তৈরি করা হয়েছে।
নাইট টু ফাইভ গুগলের রিপোর্ট অনুযায়ী ফোন যিনি করেছেন তার সঙ্গে সহজ ও স্বাভাবিক ভঙ্গিতে দক্ষতার সঙ্গে কথা বলবে এআই প্রযুক্তি। এটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে অপর দিকে থাকা মানুষটি যা বলবে তার সঠিক ও উপযুক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে এআই।
রিপোর্টে আরও বলা হয়, কল রিসিভ হওয়া মাত্রই তা চলতে শুরু করবে। ঠিক টেপ রেকর্ডারের মতো নয়, কিন্তু মানুষের আবেগ থাকবে সেই প্রতিক্রিয়ায়। ইতোমধ্যে ফিচারটির বিটা ভার্সন তৈরি করেছে গুগল। সংস্থার অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ মডেলের ওপর ভিত্তি করে কাজ করবে।
গুগল পিক্সেল তাদের স্মার্টফোনকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে চলেছে।