কৃষি

শীতকালীন সবজি বাজারে আসায় দাম কমছে

শীতকালীন সবজি শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় বাজারে সবজির মূল্য কমেছে। এতে করে ক্রেতারা স্বস্তি প্রকাশ করেছেন।কিছু দিনের মধ্যে আরো দাম কমবে বলে আশা করা হচ্ছে। কারণ শীতের সবজি বৃদ্ধি পেলে তুলনা মুলক দাম কমে আসবে।

বর্তমান বাজার ঘুরে দেখা গেছে আলু ৬৫-৭৫ টাকা, ফুলকপি ১২০টাকা, পেঁপে ৫০টাকা, লাউ ৫০-৬০ টাকা, বেগুন ১০০টাকা, মুলা ৫০টাকা, পোটল ৭০টাকা,  শিম ১০০ টাকা, মরিচ ১২০টাকা করে বিক্রি হচ্ছে।

মোহাম্মদপুরের কৃষি মার্কেটের এক সজীব নামের ক্রেতার সাথে কথা বললে তিনি জানান আগের সপ্তাহ থেকে এ সপ্তাহে বাজার মূল্য কম আছে এবং আশা করা যায় আগামী সপ্তাহে মূল্য আরো কমে আসবে আমি মনে করছি।

কাঁচামাল ব্যবসায়ী রতন সাহেবের বলেন শীত কালান সবজি বাজারে আসতে শুরু করায় সব অনেক মূল্য কমার সম্ভাবনা আছে।তিনি আরো জানান যত দিন যাবে এখন মূল্য কমার সম্ভাবনা তত বেশী।

এমন আরো সংবাদ

Back to top button