দেশহাইলাইটস

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি সাথে সাক্ষাৎ বাণিজ্য উপদেষ্টার

রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি জাপানের সাথে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি এবং মুক্ত বাণিজ্য চুক্তি দুদেশের বাণিজ্য সম্ভাবনাকে উজ্জ্বল করবে এবং এটি বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে বলেছেন বাণিজ্য উপবাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।

গতকাল সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরির সাথে সৌজন্য সাক্ষাৎকালে উপদেষ্টা একথা বলেন। সাক্ষাৎকালে তাঁরা মুক্ত বাণিজ্য চুক্তি, অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি ও দুদেশের ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনরি বলেন বাংলাদেশের সাথে জাপানের বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘদিনের। ব্যবসা  বাণিজ্য সম্প্রসারণের মধ্যে দিয়ে সেই বন্ধুত্ব আরো নিবিড় হবে। আলাপ আলোচনার মাধ্যমে দুই দেশই বাণিজ্য সুবিধা উপভোগ করতে পারে।

এমন আরো সংবাদ

Back to top button