আল-আজহারের গ্র্যান্ড ইমাম যা বললেন ড. ইউনূসকে
আল-আজহার আল শরীফের গ্র্যান্ড ইমাম আহমেদ এলতায়েব আশা প্রকাশ করে বলেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সত্যিকার অর্থেই সমৃদ্ধ হবে এবং যথেষ্ট উন্নতি করবে। বিশ্বজুড়ে সন্মানিত ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানের এই প্রধান অধ্যাপক ইউনূসকে আল আজহার শরীফে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়ে বলেন, আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন বৃত্তি ঘোষণা করবে।
মঙ্গলবার সকালে আজারবাইজানের রাজধানী বাকুর রিটজ কার্লটন হোটেলে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে আল-আজহার গ্র্যান্ড ইমাম এসব মন্তব্য করেন। ড. ইউনূসকে তিনি বলেন “আপনার নেতৃত্বে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী। অধ্যাপক ড. ইউনূস গ্র্যান্ড ইমামকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান। ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের ফলে যে গভীর পরিবর্তনগুলো বাংলাদেশে এসেছে তা স্বচক্ষে দেখে যাওয়ার কথা বলেন তিনি। গ্র্যান্ড ইমাম প্রফেসর ইউনূসের নেতৃত্ব, তার সামাজিক সেবা, ক্ষুদ্র ঋণদাতা হিসেবে গ্রামীণ ব্যাংকের অগ্রণী ভূমিকা এবং দারিদ্র্য মোকাবেলায় তার আজীবন প্রচেষ্টার প্রশংসা করেন।