বিশ্ব জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিন বিভিন্ন দেশের সরকার-রাষ্ট্রপ্রধান ও মন্ত্রী ও নেতাদের সাথে দেখা হয় প্রধান উপদেষ্টার। এরমধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ ম্ইজ্জু, নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল, আলবেনিয়ার প্রধানমন্ত্রী ইদি রামা, বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া মোটালি, ঘানার প্রেসিডেন্ট আকফু আদদো, ইরানের ভাইস প্রেসিডেন্ট শিনা আনসারী, ব্রাজিলের পরিবেশ মন্ত্রী ম্যারিনা সিলভিয়ার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ড. ইউনূস।
এসব সাক্ষাত ও আলোচনা প্রসঙ্গে বাংলাদেশ প্যাভিলিয়নে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে প্রতিবছর ১২ বিলিয়ন ডলারের বেশি ক্ষতি হচ্ছে। এখাতে মাত্র ৩ বিলিয়ন ডলার ক্ষতিপুরুণ বা তহবিল পাওয়া যাচ্ছে। বাকি সাড়ে ৮ বিলিয়ন ঘাটতি অর্থ কোথা থেকে কিভাবে পাওয়া যাবে তাই জানতে চাওয়া হচ্ছে বিশ্ব ফোরামে। দায়ী না হয়েও জলবায়ু পরিবর্তনে বড় ক্ষতির শিকার বাংলাদেশ সেটাই বিশ্ব নেতাদের সামনে তুলে ধরা হচ্ছে বলেও জানান তিনি।