দিনাজপুরের ফুলবাড়ীয়ায় বস্তায় আদা চাষে এক তরুণের সফলতা
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলা পল্লীতে বস্তায় আদা চাষ করে তরুণ উদ্যোক্তা সেকেন্দার আলী বাবু সাফল্য অর্জন করেছেন। পতিত জমিতে তার আদা চাষে সাফল্য দেখে অনেকের অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কাটাবাড়ি গ্রামের তরুণ কিছু উদ্যোক্ত মোঃ সেকেন্দার আলী বলেন গত জুলাই মাসে মাঝামাঝি সময়ে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখেন। পরে এ পদ্ধতিতে আদা চাষের উদ্যোগ নেন তিনি। এর পর নিজ উদ্যোগে বাড়ির আছে পতিত জমিতে ছাই, জৈব সার বালু মিশিয়ে মাটি তৈরী করে বস্তায় রাখা হয়। ওই বস্তা গুলোতে প্রায় দুই লক্ষ টাকার বিনিয়গে বর্তমানে ৩ হাজার বস্তায় আদা চাষ করছেন তিনি। যা বিক্রি হতে পারে ৪ থেকে ৫ লক্ষ টাকা। মাত্র তিন মাসের মধ্যে আদা পরিপক্ক হতে শুরু করেছে।নিয়ম মাফিক পরিচর্যা করার কারণে বস্তায় লাগানো আদার গাছ গুলো গোড়ায় চাপা ধরে আদা ভেসে উঠা দেখা যাচ্ছে। আধুনিক পদ্ধতি ব্যবহারে বাবু‘র এ সাফল্যে খুশি তার পরিবার ও প্রতিবেশীরা।
সেকেন্দার আলী আরো জানান আমাকে ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস থেকে সব ধরনের পরামর্শ দিয়ে থাকে। গত ৮ নভেম্বর দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ নুরুজ্জামান মিয়া ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে আমার বস্তায় আদা চাষ পরিদর্শন করেছে। তিনি আমার এ পদ্ধতিতে আদা চাষে সফলতা দেখে মুগ্ধ হয়েছেন এবং আমাকে উৎসাহ দিয়েছেন। আমি তাদের পরামর্শে প্রাথমিক ভাবে আদা চাষ শুরু করেছি। লাভ হলে ভবিষ্যতে আরো ব্যাপক পরিমানে আদা চাষ করার পরিকল্পনা রয়েছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আখতার জানান স্বল্প জায়গায় বস্তায় আদা চাষে করা যায়। তাছাড়া কম খরচ ও কম পরিশ্রম আদা চাষের সুবিধায় আমাদের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নে বস্তায় আদা চাষ শুরু হয়েছে। বস্তায় আদা চাষের বিষয়ে আমাদের সঙ্গেকৃষক পরামর্শ নিতে আসলে আমরা তাদের বিভিন্ন ভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছি।