বিদেশ

কায়রোতে আযহার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে প্রিতি ফুটবল ম্যাচ

প্রিতি ফুটবল ম্যাচ
প্রিতি ফুটবল ম্যাচ

বিখ্যাত ফুটবল তারকা মোহাম্মদ সালাহ র দেশ মিশরে ৯ই নভেম্বর আল আজহার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ছাত্রাবাস ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হলো দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে এক প্রিতি ফুটবল ম্যাচ।

এতে উপস্থিত ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস সামিনা নাজ ও  আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল সাঈদি সহ বিশ্ববিদ্যালয়ের উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ।

স্থানীয় সময় বিকেল তিনটায় প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয় মিশরে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের দুটি দল তাব্বা বনাম দাররাসা টিমের মধ্যে।

দেশটিতে বাংলাদেশি শিক্ষার্থীদের অঙ্গ ছাত্র সংগঠন আযহার ওয়েলফেয়ার সোসাইটি বাংলাদেশ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে দাররাসা টিম ২-০ গোলে এগিয়ে যায় এবং বিরতির পর আরও দুই গোল দিয়ে চূড়ান্ত জয় অর্জন করতে সক্ষম হয় তারা।

খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন রাষ্ট্রদূত সামিনা নাজ এবং আল আজহার এর গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. নাহলা সাবরি আল সাঈদি।

এমন আরো সংবাদ

Back to top button