স্কুল হ্যান্ডবলের কোয়ার্টার ফাইনাল
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং তাসমেরী এন্ড কোম্পানীর পৃষ্ঠপোষকতায় আয়োজিত তাসমেরী অনুর্ধ্ব ১৪ স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টের বালক ও বালিকা উভয় বিভাগের কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচ আগামীকাল শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ একই ভেন্যুতে আগামীকাল অনুষ্ঠিত হবে।
বালক বিভাগে শেষ আটে মুখোমুখি হবে সানিডেইল বনাম সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, নারিন্দা সরকারী উচ্চ বিদ্যালয় বনাম উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়, নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বনাম মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় এবং সেন্ট গ্রেগরী হাই স্কুল বনাম মতিঝিল আইডিয়াল স্কুল।
বালিকা বিভাগে কোয়ার্টার ফাইনালে লড়বে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ বনাম নৌবাহিন কলেজ, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় বনাম স্কলাস্টিকা, সানিডেইল বনাম হীড ইন্টারন্যাশনাল এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল বনাম শহীদ বীর উত্তম লে: আনোয়ার কলেজ।