বিদেশ

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আবারো নদী চুক্তি

যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আবারো নদী চুক্তি
যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে আবারো নদী চুক্তি

মেক্সিকো থেকে নদীর পানির আরো নির্ভরযোগ্য সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে শুকনো দক্ষিণাঞ্চলীয় মার্কিন রাজ্যগুলোতে পানির ঘাটতি পূরণ করার লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে।একসুত্রে জানা যায় চুক্তিটি ১৮ মাসের অধিক সময় ধরে আলোচনার পর অবশেষে চুক্তিটি সফল হতে যাচ্ছে।

সীমানা ও পানি কমিশন বলেছে এই চুক্তির ফলে দেশদুটির সীমান্ত বরাবর প্রবাহিত রিও গ্র্যান্ডে নদীর উভয় পাশে ক্রমবর্ধমান পানির অভাব দূর হবে। এছাড়া বর্তমান বর্ষা মৌসুমে যত তাড়াতাড়ি সম্ভব পানি সরবরাহ নিশ্চিত করার বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকোর সাথে পরামর্শ করছে।

কয়েক দশক পুরানো চুক্তিটি বিতরণ বিলম্বের জন্য অতীতে কূটনৈতিক দ্বন্দ্ব এবং সেইসাথে ফসলের উপর খরার প্রভাব নিয়ে চিন্তিত মেক্সিকান কৃষকদের বিক্ষোভের কেন্দ্রবিন্দু ছিল।

এমন আরো সংবাদ

Back to top button