জেলার খবর
কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় পূর্বের ন্যায় বালক উচ্চবিদ্যালয় দাবিতে মানববন্ধন
নীলফামারীর কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়টি পূর্বের ন্যায় শুধুমাত্র বালক উচ্চবিদ্যালয় ঘোষণার দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়টির প্রাক্তন ছাত্রবৃন্দ।
আজ দুপুরে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় সংলগ্ন স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি করে প্রাক্তন ছাত্রবৃন্দ।
প্রাক্তণ ছাত্ররা বলেন আমরা যখন পড়াশুনা করেছি তখন বিদ্যালয়টি শুধুমাত্র বালক উচ্চ বিদ্যালয় ছিল। পড়াশুনার মান ছিল খুবই ভাল। বর্তমানে বিদ্যালয়টি বালক ও বালিকা ভর্তি করায় পড়াশুনার মান কমেছে। তাই আমাদের দাবি বিদ্যালয়টি পূর্বের ন্যায় শুধুমাত্র বালক উচ্চবিদ্যালয় করা হোক। মানববন্ধনটিতে নেতৃত্ব দেন কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চবিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চাঁদের হাট ডিগ্রি কলেজের প্রভাষক সাজিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন হিমেল রানা, বরকতুল্লাহ বাবু প্রমুখ।