জেলার খবর
মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় সদর উপজেলায় আজ কৃষকদের মধ্যে রবি ২০২৪-২৫ মৌসুমের গম, সরিষা, ভুট্টা,শীতকালীন পেঁয়াজ, মুগ, মসুর ও খেসাড়ি ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ কার্যক্রামের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান।
অনুষ্ঠানে জানানো হয় চলতি রবি মৌসুমে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নের মোট ১৩ হাজার কৃষকের মধ্যে এ বীজ ও সার বিতরণ করা হবে। ৮ হাজার কৃষককে সরিষা বীজ ও সার প্রদান করা হয়েছে। বাকি কৃষকদের পর্যায়ক্রমে অন্যান্য ফসলের বীজ ও সার প্রদান করা হবে।
মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান, সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার তোজাম্মেল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রোমানা রহমান প্রমুখ ।