সকল হাসপাতালে মানসিক স্বাস্থ্য চিকিৎসার সেবা প্রদান করতে হবে
মানসিক স্বাস্থ্য জনগণের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও সেভাবে গুরুত্ব পচ্ছে না বলে জানিয়েছে মানসিক স্বাস্থ্য সংশ্লিষ্টরা। ঢাকা সহ দেশের সব বিভাগের মানুষের জন্য মানসিক স্বাস্থ্য চিকিৎসা নিশ্চিত করতে হবে। আর সেজন্য দেশের সকল হাসপাতালে মানসিক স্বাস্থ্য চিকিৎসার সেবা প্রদান করতে হবে বলে জানান সংশ্লিষ্টরা।
রাজধানীর শেরবাংলা নগরে আজ জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে মেন্টাল হেলথ ২.০ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
ন্যাশনাল ডক্টরস ফোরাম এর ড. আসাদুজ্জামান কাবুল বলেছেন আমাদের দেশে তরুণরা আন্দোলন করেছে দেশ থেকে বৈষম্য দূর করার জন্য। আমরাও চেষ্টা করছি দেশের সব জায়গায় বৈষম্য দূর করতে। আমরা এখন আসার সুযোগ পাচ্ছি তাই বৈষম্য দূর করে একসঙ্গে আগামীতে কাজ করার চেষ্টা করবো।
ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এর ড. মোসাদ্দেক হোসাইন বিশ্বাস বলেছেন মানসিক স্বাস্থ্যের প্রায় ৭০ শতাংশ চিকিৎসকই বেসরকারিভাবে চিকিৎসা দিয়ে থাকে। তাদের কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আমরা ভাবছি। কিন্তু আমাদের দেশের অনেকের কোন্দলের কারণে তারা দেশে এসে কাজ করার সুযোগ পাই না।
এছাড়া সেমিনারে আরো অনেক বিশেষজ্ঞরা তাদের মতবিনিময় করেন।