মায়ের ওষুধ কিনতে গিয়ে শহিদ হন ব্যাংক কর্মকর্তা দুলাল মাহমুদ

নিদারুণ আর্থিক কষ্ট আর দারিদ্র্যকে মাড়িয়ে সবেমাত্র এক যুগ হলো সুখের মুখ দেখেছিলেন ব্যাংক কর্মকর্তা দুলাল মাহমুদ। বাবা মা, স্ত্রী আর দুই ফুটফুটে সন্তানকে নিয়ে পেতেছিলেন সুখের সংসার। তবে সে সব আজ শুধুই স্মৃতি। ঘাতক বুলেটের আঘাত কেড়ে নিয়েছে গোটা পরিবারটির হাসি।
দুলাল মাহমুদ ছিলেন স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংক কারওয়ান বাজার ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৮ জুলাই সন্ধ্যায় মায়ের জন্য ওষুধ কিনতে গিয়ে আজিমপুরের নিজ বাসার সামনেই গুলিবিদ্ধ হন দুলাল মাহমুদ। ১৯ জুলাই ভোর ৬ টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সেদিনের ঘটনার বর্ণনা করতে গিয়ে ফারহানা রহমান জানান ঘটনার দিন বিকেল ৪ টায় অফিস থেকে বাসায় ফেরেন দুলাল।সেদিন ছিল তার জন্মদিন। তাই ছেলে মেয়েদের সাথে বিকেলে নাস্তা শেষ করে মায়ের জন্য ওষুধ আনতে বাইরে বের হওয়ার কথা বলেন তিনি। এর আগে মাকে ডায়াবেটিস এর ইনসুলিন দেয়। কলোনির মধ্যে অনেক ঝামেলা হচ্ছে তাই তাকে আমি বের না হওয়ার জন্য বলি। তখন সে বলে এই তো যাবো আর চলে আসবো। পাশের দোকানে আমার একটা জরুরি ফাইল আছে সেটাও আনতে হবে। আগামীকাল অফিসে নিয়ে যেতে হবে।
ফারহানা রহমান বলেন আমি তাকে বলি কলোনিতে অনেক ঝামেলা হচ্ছে, বাইরে যাওয়ার দরকার নেই। এই বলে আমি ছেলে ও মেয়েকে নিয়ে বারান্দায় যাই নিচে কি হচ্ছে দেখতে। এর মধ্যে আমাকে কিছু না জানিয়ে সে বাসা থেকে বের হয়ে যায়। চার দিকে তখন অন্ধকার নিচে তখন কি অবস্থা চলছিল তা উপর থেকে দেখা যাচ্ছিল না। চারদিকে গুলির শব্দ শোনা যাচ্ছিল। টিয়ারসেলের কারণে চোখ জ্বালাপোড়া করছিল। এর কয়েক মিনিট পরে দুলালের ফোন থেকে ফোন আসে বলে আমার গুলি লাগছে। তখন আমি চিৎকার করে উঠি এবং দৌড়ে নিচে চলে যাই। এই শুনে বাচ্চা দুটো হাইমাউ করে কান্না শুরু করে।
আমি আমার ভাইকে ফোন করি। সে আসলে পর তাকে হাসপাতালে নেওয়া হয়। প্রথমে তাকে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়েছিল জানিয়ে শহিদ দুলাল মাহমুদের স্ত্রী জানান আমরা প্রথমে তাকে ল্যাডএইড হাসপাতালে নিয়ে যাই। সেখানে তাকে চিকিৎসা দিতে আপারগতা জানায় কর্তৃপক্ষ। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর মধ্য অনেক রক্তক্ষণ হয় আমার স্বামীর। এই সময়ে বড় সমস্যায় পড়ি রক্ত সংগ্রহ করা নিয়ে। তার রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ। কোন ভাবে এক ব্যাগ রক্তের ব্যবস্থা করে তাকে দেওয়া হয়। পরে ডাক্তাররা তার জরুরি অপরেশন করার কথা জানান এবং রক্তের ব্যবস্থা করতে বলেন। প্রায় দীর্ঘ সাত ঘন্টা পরে তার অপরেশন শুরু হয়। অপরেশন চলাকালে তার হার্টঅ্যাটাক হয়। চিকিৎসকরা ভোর ৬ টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ল্যাবএইড হাসপাতাল যদি ওই সময়ে চিকিৎসা শুরু করতো তাহলে আমার স্বামীকে বাঁচানো সম্ভব হতো।
দুলাল মাহমুদ ১৯৮৪ সালের ১৮ জুলাই শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের চরখাগুটিয়ার চৌকিদারকান্দি গ্রামে জন্ম নেন। তিনি ২০০১ সালে পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। পরে মুন্সিগঞ্জ থেকে শেষ করেন উচ্চ মাধ্যমিক। এরপর ঢাকা কলেজ থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ২০১৩ সালে স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংকে চাকরি হয় তার। ২০১৬ সালে বরিশাল জেলার গৌড়নদী উপজেলা বাসিন্দা স্কুল শিক্ষিকা ফারহানা রহমানের সাথে পারিবারিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন দুলাল। বর্তমানে তার সংসারে সাত বছরের আদিয়াত ও সাড়ে তিন বছরের আরিশা নামের দুটি সন্তান রয়েছে।